
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ব্যবসা চালাতে গিয়ে বেশ খানিকটা হলেও সমস্যার মধ্যে পড়েছেন ইলন মাস্ক। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে তার বেশ অসুবিধা হচ্ছে। ফলে তার প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমছে।
চলতি বছরের শুরুর দিক থেকেই টেসলার শেয়ারের দাম বেশ খানিকটা নিচের দিকে পড়তে শুরু করেছে। এটি শেয়ার পতনের সর্বোচ্চ হার টেসলার কাছে। এখনও পর্যন্ত যে খবর মিলেছে সেখান থেকে দেখা গিয়েছে ১৩০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি দেখছে টেসলা। বাজারে তাদের শেয়ারের দাম প্রতিদিনই কমছে। ২০২৪ সালের অক্টোবর মাস থেকে এটাই ছিল সবথেকে বেশি কম।
বিনিয়োগকারীরা মনে করছে টেসলার প্রতিষ্ঠানে তারা এখন টাকা লাগাতে চান না। তাদের প্রধান প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হল টেসলা, স্পেস এক্স, এক্স এবং এক্স এআই। এই সবকটি প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করা থেকে বিরত থাকতে চাইছে টেসলা। মার্কিন সরকারের সঙ্গে যেদিন থেকে টেসলা যুক্ত হয়েছে সেদিন থেকেই শেয়ারের দাম নিচের দিকে যেতে শুরু করেছে।
পৃথিবীর অন্যত ধনী ব্যক্তি হিসাবে যেখানে ইলন মাস্কের নামটি উঠে এসেছে সেখানে তার প্রতিষ্ঠান যদি এভাবে নিচের দিকে যেতে থাকে তাহলে সেটা তার পক্ষে খুব একটা সুনামের হবে না। টেসলার শেয়ার প্রতিদিনই ধীরে ধীরে নিচের দিকে নেমে চলেছে। ফলে প্রথমদিকে না হলেও বর্তমানে বেশ খানিকটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন ইলন মাস্ক।
সোমবার টেসলার স্টকের দাম একধাক্কায় ১৫ শতাংশ কমতে শুরু করে। এই পরিস্থিতি তৈরি হতেই মাস্ক ইউক্রেনের সাইবার আক্রমণকে দায়ী করতে থাকেন। যদিও তার কাছে এবিষয়ে কোনও প্রমাণ নেই। তবে তিনি ইউক্রেনকে দায়ী করতে শুরু করেন।
তবে টেসলা কর্তার পাশে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ভয় পাওয়ার কিছুই নেই। শেয়ার বাজারের নিয়ম হল তা ওঠানামা করতে থাকে। তবে এতসবকে সঙ্গে নিয়েই চলতে হবে। যেভাবে বিগত দিনে মাস্কের প্রতিষ্ঠানে বিনিয়োগ করে সকলে লাভের মুখ দেখেছে ঠিক তেমনভাবে এবারেও সেখান থেকে লাভ দেখতে পারবেন বিনিয়োগকারীরা। সেখানে আমেরিকা সরকার টেসলার পাশে রয়েছে।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা